পূর্ববর্তী নবী-রাসূলগণের মধ্যে 'আইয়ুব (আ)' এর ধৈর্য পরীক্ষা ছিলো একটু ভিন্ন। তাকে ধন-সম্পদ, সন্তান-সন্তনি হারানো ও বিভিন্ন রোগ প্রদানে আল্লাহ সুবাহানওয়া তা'আলা পরীক্ষা করেছিলেন।
আর পরীক্ষার মাত্রা এমন হয়েছিল যে তাকে ছেড়ে তার স্ত্রীও চলে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন।
একদিন তাঁর স্ত্রী এই দুঃখ-কষ্টের ভার সহ্য করতে না পেরে কেঁদে উঠে বললেন, "আর কতোদিন এই দুর্দশা চলবে? কখন এই দুঃসময় শেষ হবে? কেন আপনি আপনার রবকে বলছেন না এই কষ্ট থেকে আমাদের মুক্তি দিতে?"
আইয়ুব (আ) এটি শুনে রাগান্বিত হয়ে স্ত্রীকে বললেন, "এই কষ্টের পূর্বে কত দিন যাবত আমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করেছি?"
তার স্ত্রী জবাবে বললেন, "৭০ বছর।"
আইয়ুব (আ) তাকে জিজ্ঞেস করলেন, "আর কত বছর ধরে আল্লাহ আমাদের এভাবে পরীক্ষা করেছেন?"
তার সস্ত্রী উত্তর দিলেন, "৭ বছর (অন্য বর্ণনায় আছে তিন বা আঠারো)।"
আইয়ুব (আ) প্রত্যুত্তরে বললেন, "৭০ বছর ধরে আল্লাহর নি'আমত ভোগ করেছি, আর মাত্র ৭ বছর হলো তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, এ ব্যপারে আল্লাহকে নালিশ করতে আমার লজ্জা হচ্ছে। নিশ্চয়ই তোমার ঈমান দুর্বল হয়ে পড়েছে। যাও অঅনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাও।"
Post a Comment