রাসূলুল্লাহ (সা) এর অনন্য কিছু গুণ


● রাসূল (সা) পথ চলার সময় সামনের দিকে এমনভাবে ঝুঁকে চলতেন যাতে মনে হতো যে, তিনি যেন কোন ঢালু স্থান হতে অবতরণ করছেন।

● রাসূল (সা) এর গাত্রবর্ণ ছিলো গৌর, মুখমন্ডল ছিলো অত্যন্ত সুশ্রী ও মাধূর্যমন্ডিত এবং দেহ মুবারক ছিলো মাঝারি গড়নের।

● রাসূল (সা) কে দেখতে উদিত সূর্যের ন্যায় মনে হতো।

● রাসূলুল্লাহ (সা) যখন প্রফুল্ল থাকতেন তখন তাঁর মুখমন্ডল এরূপ চমকিত হতো যে, মনে হতো যেন তা চন্দ্রের একটি অংশ।

● রাসূল (সা) এর ঘর্মরাজি হতে সুগন্ধি প্রকাশ পেতো।

● রাসূল (সা) যখন হাসতেন তখন মুচকি হাসতেন।

● রাসূলুল্লাহ (সা) এর দাতগুলো ছিলো সব মানুষের চাইতে সুন্দর।

● লজ্জাশীলতার কারণে নাবী কারীম (সা) দৃষ্টি নীচু রাখতেন এবং তাঁর ভয়ে অন্যান্যরা দৃষ্টি নীচু রাখতেন। তিনি পর্দানশীনা কুমারী মেয়ের চেয়ে অধিক লজ্জাশীল ছিলেন।

● পথে চলতে গিয়ে তিনি কাউকে পিছনে ফেলে যেতেন না।

● পানাহারের ব্যাপারে আপন দাস-দাসীদের সাথে কখনো অহংকার করতেন না।

● রাসূলুল্লাহ (সা) ছিলেন সব চেয়ে বিনয়ী। তার আচরণে কখনো আত্মম্ভরিতার ঠাই ছিলো না।


তথ্যসূত্রঃ আর-রাহীকুল মাখতুম, পৃষ্ঠা: ৫৪৮-৫৫৩

Post a Comment