বাসা-বাড়ির ব্যাপারে সুন্নাত আমলসমূহ


১. বাড়িঘর ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। -(সহীহাঃ ২৩৬)

২. ঘরের আসবাব-পত্র সাজিয়ে-গুছিয়ে রাখা। -(তিরমিযীঃ ১৯৯৯)

৩. বাসা-বাড়ি থেকে বাহিরে যাওয়ার সময় বাসা-বাড়ির লোকদেরকে সালাম দিয়ে বেড় হওয়া । -(মিশকাতুল মাছ্বাবীহঃ ৪৬৫১)

৪. বেড় হওয়ার সময় দোয়া (বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা-হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাহ বিল্লাহ) পড়া। -(আবু দাউদঃ ৫০৯৫)

৫. বাসা-বাড়িতে প্রবেশ করার সময় 'বিসমিল্লাহ' বলে প্রবেশ করা। -(মুসলিমঃ ৫২৬২)

৬. ঘরে প্রবেশ করে সবাইকে সালাম দেয়া। -(মিশকাতুল মাছ্বাবীহঃ ৪৬৫১)


[পোস্ট টি পড়া শেষে শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন]

Post a Comment

Previous Post Next Post